প্রেম ও দেহ নিরপেক্ষতা

প্রেম দেহ নির্ভর নাকি মন নির্ভর এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন ।




অনেক মেয়ে আছে যারা সেক্স করতে চায় না, সেক্স জিনিসটাকে ঘেন্না করে, তারা বলে "প্রেম দেহনির্ভর নয়, প্রেমের মতো পবিত্র জিনিসকে কখনই দৈহিক নোংরামি আর উপভোগযন্ত্র হিসেবে ভাববেন না"

কিন্তু তাদের এই কথা তে অবশ্যই ভুল আছে। কারণ প্রেম অবশ্যই দেহনির্ভর।

একটু লজিক দিয়ে ভাবুন তো, কেন একটা ছেলে আর একটা মেয়ের মাঝে প্রেম হয় কিন্তু কেন একটা ছেলে আর আরেকটা ছেলের মাঝে প্রেম হয় না?
কেন একটা মেয়ে আর আরেকটা মেয়ের মধ্যে প্রেম হয় না? হলেও সেটা পৃথিবীতে অনেক কম দেখা যায় কেন?

এইজন্যেই প্রেম দেহনির্ভর।

আপনি এখন আমাকে বলে বসবেন "মশাই, আপনি এতটা বিকৃত মস্তিষ্কের কেন? যৌনতা ছাড়া কি অন্য কিছুই আপনি বোঝেন না?"

আমি বলবো, "আপনি অন্য কিছুর কথা বলছেন? অন্য কিছুটা কি? পদার্থবিজ্ঞান? রসায়ন? গণিত? ইকোনোমিক্স? হিস্ট্রি? এই সমাজ? নাকি দূরবর্তী গ্যালক্সী আর ইউনিভার্স?"

যদি আপনি অন্য কিছুর কথায় আসেন, সেখানেও যৌনতা দেখতে পাবেন।

পদার্থবিজ্ঞানের কথা বলবেন?

তাহলে শুনুন পদার্থবিজ্ঞানে সবচেয়ে বড় নামকরা জনপ্রিয় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার থিওরি অব রিলেটিভিটির বিষয়ে উপমা দিয়েছেন




"ধরুন, আপনার সামনে আপনার গার্লফ্রেন্ড বসে আছে, আপনার সাথে খোশগল্প করছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু সে আপনার সাথে কথা বলা শেষ করতে চাইলে মনে হবে সে মাত্র ১০ মিনিট কথা বলেছে, কিন্তু আপনি তাকে ১০ মিনিট ধরে গরম জলের ভিতর দাঁড় করান, তাহলে তার কাছে মনে হবে সে ঘন্টার পর ঘন্টা কষ্টের মধ্যে আছে, আর এটাই হলো আপেক্ষিকতা"

তাহলে খেয়াল করে দেখুন, এই নামকরা বিজ্ঞানী কেন গার্লফ্রেন্ডের কথাই বললো?
আর কেনই বা একটা ছেলের কথা বললো না?




রসায়নের কথা বলবেন?

তাহলে শুনুন মেরি কুরি বলেছেন "ভালোবাসা হলো কেমিস্ট্রির মতন"

আর গণিতের কথা বলবেন? গণিতে সবচেয়ে বেসিক দুটো অঙ্ক হলো 1 (one) আর 0 (zero).

খেয়াল করে দেখুন, 1 এর আকৃতি দণ্ডাকার। পুরুষের পুরুষাঙ্গ (penis) হলো দণ্ডাকার। সেক্ষেত্রে বলবো 1 হলো "পুরুষ"

আর 0 দেখতে গর্তের মতো। নারীর যোনিও গর্তের মতো। তাহলে 0 হলো "নারী"

এই দুইটি অঙ্কের পর বাকি যতগুলো অঙ্ক আছে, সবগুলোই নির্ভর করে এই দুই "যৌন অঙ্ক" 1 আর 0 এর উপর। যেমন:

1+1=21+1=2

2+1=32+1=3

3+1=43+1=4

2+0=22+0=2

3+0=33+0=3

এছাড়া আপনি কম্পিউটারে বাইনারি নাম্বার বিষয়ে পড়েন, সেখানেও এই দুই অঙ্ক ব্যতীত আর কোনো অঙ্ক পাবেন না। যেমন:

0+1=10+1=1

1+1=101+1=10 অর্থাৎ এখানেও "1" আর "0"

10+1=1110+1=11

11+1=10011+1=100

ইকোনোমিক্স পড়ুন বা ব্যবসায়ে শিক্ষা, সেখানেও এই দুই নাম্বার। যেমন: আমার কাছে দুই হাজার (2000 = 2×1000) টাকা জমা আছে, এখানেও এই "দুই হাজার" কে প্রকাশ করতে 1 আর 0 কেই লাগছে।




আর পদার্থ বিজ্ঞানের কথা বললে, সেখানে দেখবেন আলোর বেগ c=3×108m/sc=3×108m/s সেখানেও 1 আর 0.

তাহলে দেখুন, পুরো Universe ব্যাখ্যা হচ্ছে যৌনতার উপর।

আর সমাজটাও দেখেন, তাহলে বুঝতে পারবেন।

তাই আমি বিকৃত নই। যেটা বাস্তব, ওটাই বললাম।


মনে রাখবেন,
প্রেমের শুরুটা হয় ফিজিক্যাল এট্রাকশান থেকে। যার প্রতি আপনার শারীরিক আকর্ষণ নেই, তার সাথে প্রেম হওয়া খুবই কঠিন।

Comments

Popular posts from this blog

অস্থি বিসর্জন কি এবং কেন

রোগ হরণী মা শীতলা

পবিত্র শালগ্রাম শিলা নিয়ে কিছু কথা