অস্থি বিসর্জন কি এবং কেন


পড়াশোনা করতে করতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস জানতে পেরেছি যেটা সম্পর্কে কেউ সচেতন নয়।

জিনিসটা ছিল এমন...

কেন আমরা মৃত দেহের অস্থি কে পবিত্র গঙ্গাতে বিসর্জন দিই?

আসলে এর ধর্মীয় কারণ হচ্ছে যাতে মৃত ব্যাক্তি পরলোকে ভালো থাকে সুখপুর্ন স্বর্গীয় জীবন লাভ করে, ঠিক তো ?

কিন্তু বাস্তবে তা নয়।

এর পিছনে একটা বৈজ্ঞানিক কারণ নিহিত আছে।

পবিত্র গঙ্গা ও অন্যান্য পবিত্র নদীর (দক্ষিণ ভারতের কাবেরী ) জল ব্যাপক ভাবে উপমদেশের বিস্তীর্ন অঞ্চল জুড়ে কৃষি কাজে ব্যবহৃত হয়।

অস্থিতে (মৃতদেহের ছাই) অতিরিক্ত পরিমানে ফসফেট থাকে যা জলের মধ্য ফসফেটের পরিমান বাড়িয়ে তোলে।

ফসফেট কৃষিকাজের জন্য অত্যন্ত অত্যাবশ্যক বিশেষত কৃষি ভূমির জন্য ও ফসলের শ্যস দানার জন্য।

আর আমাদের শরীর প্রকৃতি থেকে যা কিছু গ্রহণ করে মৃত্যুর পর তা পুনরায় প্রকৃতি কে ফিরিয়ে দেয়।

ফসফেট জমির উর্বরতা বাড়িয়ে তোলে এবং ফসলের উৎপাদন ক্ষমতা মাত্ৰা বৃদ্ধি করে।

এটাই হলো অস্থি বিসর্জনের প্রকৃত কারণ।

Comments

Popular posts from this blog

রোগ হরণী মা শীতলা

পবিত্র শালগ্রাম শিলা নিয়ে কিছু কথা