মা জীবনের এক বিন্দু জীবনের এক সম্পূর্ণ পরিধি

একটি সংবাদিক সম্মেলনে এক সংবাদিক ক্রিস্টিয়ানো রোনাল্ডো কে জিজ্ঞাসা করেছিলেন।--




"তোমার মা এখনো তোমার সাথে থাকে কেন? তুমি তো মিলিয়ন মিলিয়ন ডলার সাহায্য করো, তবে তুমি কেন তোমার মায়ের জন্য একটি বাড়ি বানিয়ে দাও না?"

ক্রিস্টিয়ানো রোনাল্ডো:

"আমার মা বহু কষ্ট করে আমাকে বড় করেছেন এবং তিনি আমার জন্য তার জীবন দিতেও প্রস্তুত ছিলেন,
একটা সময় তিনি ক্ষুধার্ত থেকে ঘুমাতে যেতেন, শুধু আমাকে খেতে দিতেন, সেই সময় আমাদের কাছে কোন টাকা ছিল না।

আমি আমার প্রথম জুতো কিনতে ৭ দিনের মধ্যে ৭ দিন রাতে ক্লিনার হিসাবে কাজ করেছি, যাতে আমি একজন খেলোয়াড় হতে পারি।




আমার সমস্ত সাফল্য আমি তাকে উৎসর্গ করেছি এবং আামাকে আদর করে মানুষের মতো মানুষ বানানোর জন্য তাকে অনেক ধন্যবাদ এবং যতদিন তার জীবন আছে, আমি চাই আমার মা সর্বদা আমার পাশে থাকুন, অর্থ দিয়ে সব কিছু হয় না, আমি যা দিতে পারি তাকে, সবকিছুই তার আছে কিন্তু সন্তানের ভালোবাসা যত্ন আর সেবার চেয়ে বড় কিছু হয় না।




পৃথিবীতে তিনি আমার সবচেয়ে বড় আশ্রয় এবং বিধাতার থেকে পাওয়া আমার জন্য সবচেয়ে বড় উপহার।

Comments

Popular posts from this blog

অস্থি বিসর্জন কি এবং কেন

রোগ হরণী মা শীতলা

পবিত্র শালগ্রাম শিলা নিয়ে কিছু কথা