পকেট সাইজ ডিনামাইট ইজরায়েল

ইজরায়েল প্যালেস্টাইন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বহুদিন পর একটা বিশেষ তথ্যবিষয়ক লেখা নিয়ে ফিরলাম।

আর তা হলো ইজরায়েলের সামরিক শক্তি বিষয়ক একটি লেখা।

ইজরাইল কেন শত্রুদের কাছে বিভীষিকা???

যে দেশের প্রতিটি সীমানায় রয়েছে শত্রুদের পাহারা কিন্তু তা সত্ত্বেও কেন কেউ ইজরায়েলের ইঞ্চি মাত্র ক্ষতি করতে পারে না??

যে দেশের সীমানায় জীবন এবং মৃত্যুর দূরত্ব সিকি ভাগের ও কম সেই দেশ টার নাম ইজরায়েল ।

যে দেশের অস্ত্রভান্ডারের নাম শুনলে থর থর করে কেঁপে ওঠে, মাটি কেঁপে ওঠে আকাশ, দেশের নাম শোনা মাত্র যে কোন শত্রুর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় সেই দেশটার নাম ইজরায়েল ।

যে দেশের প্রযুক্তির গুনোগান সবাই করে, যে দেশের কাছে শত্রুর চোখ উপড়ে নেওয়া "Mossad" এর মতো এজেন্সি রয়েছে সেই দেশকে সারা বিশ্ব ইজরায়েল নামে চেনে।

যার কাছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা তথা বায়ুসেনা রয়েছে সে দেশকে সবাই ইজরায়েল নামে চেনে।

যে দেশের প্রতিটি সীমা অ্যান্টি ব্লাস্টিক মিসাইল দিয়ে পরিপূর্ণ সমগ্র বিশ্ব তাকে ইজরাইল নামে চেনে।

বলে রাখি ইজরায়েল হলো সারা পৃথিবীতে একমাত্র দেশ যা ইহুদিদের দেশ নামে পরিচিত।

একটি এমন দেশ যার ক্ষেত্রফল রাজস্থানের তুলনায় তিনগুণ কম।

যে দেশের জনসংখ্যা মাত্র ৮০ লাখ।

কিন্তু তবুও পৃথিবীর নকশায় বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে ইজরায়েল ।

বলা হয় ইসরাইল নিজের শক্তির কারণেই এত বছর টিকে আছে কেননা ইসরাইলের চারিদিক শত্রুতে পরিপূর্ণ।

কিন্তু চারিদিকে মুসলিম শত্রু দেশে পরিপূর্ণ হওয়া সত্বেও ইজরাইল এত বেপরোয়া এত শক্তিশালী কেন?


চলুন দেখা যাক......

ইজরাইল একটা এমন দেশ যেখানে আতঙ্কবাদ পা রাখতেও ভয় পায়।

 ইসরাইলের চারদিকে রয়েছে শত্রুদেশ।
অথচ অবাক করা বিষয় হলো প্রতিটি শত্রু দেশ ই ইজরাইল কে ভয় পায়।

ইজরায়েলের ম্যাপ দেখলে সে ধারণাটা আরো পরিষ্কার হয়ে যাবে যে কারো কাছে।

ইসরাইলের চারপাশে মিত্র দেশ প্রায় নেই বললেই চলে।

এমন অনেক দেশ আছে যারা ইজরাইল কে যেকোনো মূল্যে শেষ করে দিতে চায়।

কিন্তু তবুও তারা ইজরাইল কে শেষ করে দিতে ভয় পায়।

সিরিয়া, ফিলিস্তিন এর মত শত্রুদেশ দিয়ে পরিবেষ্টিত ইজরায়েল নিজের শক্তির বল এ সারা পৃথিবীর কাছে নিজের দুধর্ষ সামরিক শক্তির প্রমাণ রেখেছে।

বর্তমানে ইজরারায়েলের মিশন হলো সামরিক প্রযুক্তি এতটাই উন্নত করা যার সাহায্যে এক আঙ্গুল দিয়ে বোতাম চেপেই এক হাজার শত্রু কে সহজেই মেরে ফেলা যায়।

International Peace Research Institute থেকে পাওয়া এক রিপোর্ট থেকে জানা যায় ইসরাইলের কাছে ৫০ এর মধ্যে ৪০ টি Gravity Bomb রয়েছে যেগুলো কে ফাইটার জেট অর্থাৎ যুদ্ধবিমান এর সাহায্যে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা যায়।

বাকি দশটি হাতিয়ার হলো Medium Range bomb যাকে 
Jericho - 2 মিসাইল এর মাধ্যমে আঘাত হানা যায়।

এছাড়াও ইজরায়েলের কাছে রয়েছে Barak মিসাইল।

যাকে Air to Air অর্থাৎ হাওয়ার মধ্যে থেকেই আঘাত হানার ক্ষেত্রে অভ্রান্ত মিসাইল বলা হয়।

এছাড়াও ইসরাইলের কাছে রয়েছে is salem- 2238 এয়ার মিসাইল যা পৃথিবীর দ্রুতগতিসম্পন্ন রেডার গুলোর মধ্যে অন্যতম একটা।

শুধু তাই নয়.......

ইসরাইলের কাছে রয়েছে PHALCON air warning system.

যার বিশেষত্ব হলো হাওয়াতে থাকাকালীনই এই ওয়ার্নিং সিস্টেম শত্রুপক্ষের যেকোনো ওয়ার্নিং সিস্টেম কে সহজে ডিটেক্ট করতে পারে।

এছাড়াও হাওয়া থেকে হাওয়া অর্থাৎ air to air সবথেকে উন্নত মিসাইল হলো Derby Missile যা ইসরাইলের কাছে রয়েছে।

ইজরায়েল মিসাইল ১৯৭০ এর দশকে সাপ্লাই এবং Anti weapon মিসাইলের নির্মাণ করা হয়।

এই সমস্ত মিসাইল কে ইজরায়েল বর্তমানে Anti-tank guided missile হিসাবে ব্যবহার করে।

ইজরাইল পৃথিবীর একমাত্র দেশ যা পুরোপুরিভাবে অ্যান্টি ব্লাস্টিক মিসাইল এ পরিপূর্ণ।

ইজরায়েলের কোন অংশে রকেট তাক করার অর্থ হলো মৃত্যু।

কেননা ইসরাইলের দিকে এগিয়ে যাওয়া যেকোন মিসাইল তার লক্ষ্যে পৌঁছানোর আগে রাস্তাতেই শেষ হয়ে যায়।

এছাড়াও ইজরায়েলের কাছে নিজের স্যাটেলাইট সিস্টেম রয়েছে।

এগুলো গেল ইজরায়েলের অস্ত্রভান্ডারের কথা।



এবার আসা যাক সবথেকে বড় টুইস্ট এর ব্যাপারে।

যা আজ পৃথিবীর বাকি সমস্ত সামরিক শক্তিধর দেশকে অবাক করে দেয়।

আর তা হলো "MOSSAD"

Mossad হল ইজরায়েলের গুপ্তচর সংস্থা। যার সূত্রপাত হয়েছিল ১৩ ই ডিসেম্বর ১৯৪৯ এ

এই Mossad কে Killing Machine ও বলা হয়।

কেননা এই এজেন্সি তার শত্রুদের কে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে প্রথমে খুঁজে বের করে এবং তারপর খুন করে।

মনে করা হয় এই Mossad এজেন্সির মহিলা গুপ্তচরেরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে।

এবং তাদের পাতা Honey trap থেকে বাঁচা যে কারো পক্ষে অসম্ভব।

এই সংস্থার মহিলা গুপ্তচরেরা হত্যা করা ছাড়াও বিভিন্ন গোপন রহস্য শত্রুদের মুখ থেকে অনায়াসে বের করে নেয়।



আর ঠিক সেই কারণে এই Mossad এজেন্সির সদস্য সংখ্যার অর্ধেক ই মহিলা।

এই মহিলা গুপ্তচরেরা রীতিমতো ভীষণ সুন্দরী।

Kobart Operation চালানোর ক্ষেত্রে Mossad সিদ্ধহস্ত।

এই কারণে Mossad কে FBI কিংবা MI 6 এর থেকেও অনেক বেশি বিপজ্জনক মনে করা হয়।

ইসরাইলের প্রতিটি পুরুষ কে তিন বছর এবং প্রতিটি মহিলা কে দু বছরের আর্মি ট্রেনিং দেওয়া হয়।

আশাকরি এ পর্যন্ত জানার পর অনেকেই বুঝতে পারবেন কেন ইজরায়েল বাকি সকল দেশের কাছে মৃত্যুর সমান।

আজ এই পর্যন্তই.....✍️

 শুভ সকাল🙏

Comments

Popular posts from this blog

অস্থি বিসর্জন কি এবং কেন

রোগ হরণী মা শীতলা

পবিত্র শালগ্রাম শিলা নিয়ে কিছু কথা