আইফোন ও ডুয়েল সিমের সমস্যা

আমি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুধরেন ফোন ই ব্যাবহার করি।

তবে আমার কাছে অ্যান্ড্রয়েড বরাবর ই অ্যাপেলের তুলনায় বেটার মনে হয় তার পেছনে অনেক কারণ রয়েছে ।


সেগুলো অন্য এক সময় বলবো।

আজ যে মূল বিষয়টার উপর আলোকপাত করব তা হল অ্যাপেলে ডুয়েল সিম ব্যবহার করার অসুবিধে।


যারা যারা অ্যাপেল ইউজার রয়েছেন তারা এই বিষয় বা সমস্যা যাই বলা হোক না কেন সেই সম্পর্কে ওয়াকিবহাল।



আসলে আগেই যেমনটা বললাম ....


অন্য সব মোবাইল ফোন নির্মাতা কোম্পানি গুলোর দুই (ডুযেল) সিমের ফোন থাকলেও অ্যাপলের আইফোনে ডুযেল সিম অপশন নেই।

কারণ.......

১/ আইফোনের ডুয়েল সিম না থাকার অন্যতম কারন ক্যারিয়ার লক। 


ধরুন আপনি আমেরিকা থেকে ক্যারিয়ার লক আইফোন কিনেছেন। যা আমেরিকার AT&T সিম কোম্পানির সাথে চুক্তি করা। 

তাই এই আইফোন কিনলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন আমেরিকার বাজার বিবেচনায়। তাই ঐ কোম্পানি নিশ্চই ঐ মোবাইলে অন্য কোম্পানির সিম ইউজ করার সুযোগ দেবে না। 

আপনার ও হয়তো একই কোম্পানির দুটো সিম ইউজ করার দরকার নেই।

আসলে আইফোন সাধারণত দুই ধরণের সেল হয়।

১/ ক্যারিয়ার লক

২/ ক্যারিয়ার আনলক।

এখন এই ক্যারিয়ার লক সেট আপনি ভারতে নিয়ে এলে এই লেখা শো করবে ।


এই জন্যই মানুষ আইফোন কিনতে আগ্রহী হয় আর কোম্পানি গুলোও প্রচুর লাভ করতে পারে।

২/ ল্যাম্বরগিনি, ফেরারি, বুগাটি যেমন সবার জন্য কার তৈরি করেনা। 


ঠিক তেমনি আইফোন ও সব ধরণের ক্রেতার কথা চিন্তা করে মোবাইল প্রস্তুত করে না। 

যখন কোন ক্রেতার মনে হবে তার আরেকটা সিম ইউজ করা দরকার তখন সে আরেকটা আইফোন কিনবে। 

কিন্তু একটা ফোনেই ডুয়েল সিম থাকলে সে কিন্তু আরেকটা আইফোন কিনতো না। 

এটাও অ্যাপেল কোম্পানির বিক্রি কৌশল।



এখন আপনার মনে হতে পারে যে সে আরেকটা আইফোন না কিনে টেকনোর ক্লাসিক বা বাটন সেট ও তো ইউজ করতে পারে। 

হ্যাঁ ইউজ করতেই পারে। 


কিন্তু এখানেও একটা জরুরী ব্যাপার আছে

 ধরুন যে "রেঞ্জ রোভারে" করে অলটাইম চলা ফেরা করে সে নিশ্চই মারুতি ৮০০ কিনবে না !!!



কি তাই তো?


তো ঘুরে ফিরে সে আইফোন-ই কিনবে। বরং সে প্রতি বছর আইফোন এর লেটেস্ট মডেল কিনবে।

আগের মোবাইলে অন্য সিম ইউজ করবে!!! 

এছাড়া আইওএস এর কিছু সিকিউরিটির বিষয় আছে। 

যার জন্য এক সিম থাকাটা অনেক গুরুত্বপূর্ণ।

বিঃদ্রঃ আইফোনে ডুয়েল সিমের অপশন আছে। তবে সেটা ই-সিম। সাধারণ সিম নয়। এই সেবা বিশ্বের বেশীরভাগ দেশে নেই। এ থেকে বোঝাই যায় কেন আইফোন ই-সিম ইউজ করতে দিলেও ডুয়েল সিম ইউজ করতে দিচ্ছে না।

(চলবে)

Comments

Popular posts from this blog

অস্থি বিসর্জন কি এবং কেন

রোগ হরণী মা শীতলা

পবিত্র শালগ্রাম শিলা নিয়ে কিছু কথা