দুবাই টাওয়ার বুর্জ খলিফা
বুর্জ আল আরব সম্পর্কে অনেক কিছু আগেই বলেছি এবার পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা সম্পর্কে
মজার একটা তথ্য দিই....
১৬৮ তলার বুর্জ খলিফা সম্পর্কে একটি মজাদার তথ্য হচ্ছে রোজা চলাকালীন ইফতার করার সময় নিয়ে।
রমজানের রোজা ভেঙ্গে ইফতার করার সাধারণ নিয়ম হচ্ছে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা যায় বা করতে হয়।
কিন্তু বুর্জ খলিফায় থাকা পর্যটক কিংবা অতিথিদের জন্য ব্যাপারটা অতটা সিম্পল নয়।
কারণ সাধারণভাবে যখন সূর্য ডোবার সাথে সাথে দুবাই এর সবাই ইফতার করে তখন বুর্জ খলিফায় থাকা একতলা থেকে আশিতলা পর্যন্ত তলায় থাকা লোকেরা ইফতার করে।
কিন্তু এর উপরের তলার লোকেরা ইফতার করে না।
কারন ওপরের তলা থেকে সূর্য তখনো দেখা যায়।
তাই কি আর করা যায় !
আরো দুই মিনিট অপেক্ষা করো ৮০ তলা থেকে ১৫০ তলার বাসিন্দারা।
দুই মিনিট পর যখন ৮০ তলা থেকে ১৫০ তারা ইফতার করছে তখন আবার ১৫০ তলার ওপরে থাকা লোকেরা ইফতার করছেনা,
কারণ তারা এখনো সূর্য দেখতে পাচ্ছে!
তাই অগত্যা কি আর করা যায়...!!!
তাদেরকেও এক বা দু মিনিট অপেক্ষা করতে হয় ।
তারপর সূর্য ডোবার সাথে সাথে তারাও ইফতার করা শুরু করে।
এসব দেখে সত্যিই বলতে ইচ্ছে হয় "কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে"
চিত্র :-
বুর্জ খলিফা
বুর্জ খলিফা
চিত্র :- রাতের বুর্জ খলিফা
Comments
Post a Comment