মানসিক শান্তি ও মেয়েদের সাজ


মেয়েরা সাজতে ভালো বাসে।

মেয়েদের সাজগোজ নিয়ে অনেক রহস্য ও আছে।

অনেকে এ নিয়ে তর্কবিতর্ক করে মজার ছলে ।

অনেকে আবার ঝগড়ার রেশ ধরে ।

তবে যেমন টা আগেই বললাম, মেয়েদের সাজারও অনেক রহস্য আছে ।

এটা শুনে হয়তো অনেকে বলবেন সাজগোজের আবার রহস্য থাকে নাকি ??

অনেকে বলবেন আজব তো !!! আবার অনেকে বলবেন ভারী চিন্তার বিষয় ।

আসলে এ বিষয়ে সবারই কম বেশি আগ্রহ আছে ।

বিবাহিত থেকে শুরু করে অবিবাহিত যুবক-ছেলে সকলেরই ।

মেয়েদের সাজতে তো ভালো লাগে

কিন্তু প্রশ্ন হলো কেন?

হ্যাঁ, এর পেছনেও অনেক রহস্য আছে, আছে কিছু বাস্তবিক এবং কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে ।

মেয়েদের সাজ নিয়ে রহস্য এর শেষ নেই ।

মেয়েদের সাজতে ভালো লাগার কারন কি?

এ জন্য চলুন প্রথমেই মেয়েদের চিন্তা-ধারার দিকে নজর দেওয়া যাক –

মেয়েদের সাজতে ভালো লাগে কারণ ছবি আঁকতে যে আনন্দ পাওয়া যায়, মেয়েরা সেই আনন্দ খুঁজে পায় সাজগোজের মধ্যে ।

তাই মেয়েরা সবসময় ছবি আঁকার মতো করে সাজে। বেশিরভাগ মেয়েরা আয়নায় নিজেকে সুন্দর দেখতে খুব পছন্দ করে ।

তাই, অধিকাংশ সময় তাদের আয়নার কাছাকাছি দেখতে পাওয়া যায় । এছাড়াও অন্য মেয়ের চেয়ে নিজেকে আরো ফুটিয়ে তুলতেও অনেক মেয়ে সেজেগুজে থাকে ।

প্রিয়জনের কাছে আরো গ্রহণযোগ্যতা পেতেও সাজগোজকেই প্রথম প্রাধান্য দেয় মেয়েরা ৷

মেয়েদের সাজ নিয়ে রহস্য তো আছেই ।

এবার প্রশ্ন হলো

মেয়েদের মেপআপ কিভাবে এতো জনপ্রিয় হলো?

মেরিলিন মনরো, শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় পর্দা কাঁপানো অভিনেত্রী ৷ এখনো যার নাম মানুষের মুখে মুখে উচ্চারিত হয়।

মনরোর কিছু স্টাইল এখনো নারীদের মধ্যে দেখা যায়৷

এ প্রসঙ্গে বলি....

চোখে হালকা সাজ আর ঠোঁটে কড়া লাল লিপস্টিক ব্যবহার কে মনরোই জনপ্রিয় করে তুলেছিলেন ৷

চোখে আইলাইনার ব্যবহারেও নতুন মাত্রা এনে দেন মেরিলিন মনরোর, যা ‘ক্যাটস আই স্টাইল’ নামে পরিচিত ৷

মেয়েরা সাজগোজ ও মুখে মেকআপ করতে খুবই পছন্দ করে।

কিন্তু বেশির ভাগ ছেলেই স্টাইলিশ সাজের বদলে পছন্দ করে স্নিগ্ধ সাজ ।

আমিও নিজেও সেই ছেলেদের দলেই পড়ি।

আসলে মেকআপের কিছু অংশ আছে, যা ছেলেদের একদমই পছন্দ নয়। তাই, মেয়েদের কোন কোন সাজ ছেলেদের পছন্দ তার একটি তালিকা তৈরি করেছে ভারতীয় একটি জীবনধারা বিষয়ক ইংরেজি ওয়েবসাইট বোল্ডস্কাই ডট কম।

চলুন একবার ঘুরে আসা যাক কি উঠে এসেছে তালিকায় দেখে নেওয়া যাক –

গাঢ় রঙের লিপস্টিক

আজকাল ট্রেন্ড চলছে গাঢ় রঙের লিপস্টিকের , যা মেয়েদের খুবই পছন্দ । কিন্তু ছেলেদের পছন্দ টা একেবারেই উল্টো ।

মেয়েরা পছন্দ করে গাঢ় রঙের লিপস্টিক। কিন্তু ছেলেরা পছন্দ করে হালকা গোলাপি, হালকা বাদামি ও স্কিন কালারের লিপস্টিক।





আমার এইরকম হালকা লিপস্টিক পছন্দ



এখানে একটা কথা বলি....


সাজগোজ করা দোষের কিছু না।

তবে  সাজগোজের পাশাপাশি এটাও সত্যি যে, আজকাল মেয়েরা যে মেকাপ করে, তাতে গায়ের আসল রঙটাই ঢাকা পরে যায়। সেই সাথে বয়সের ছাপও ঢাকা পরে, কথাটা সম্পূর্ন ভাবে সত্য।

আর যে যাই বলুক, সাজগোজ তো মেয়েদেরই মানায়।

নাহলে চিন্তুা করুন আপনি ঠোঁটে গাঢ় লিপি (লিপিস্টিক) দিয়ে রাস্তায় বের হয়েছেন। দেখতে বুঝি খুব সুন্দর লাগবে তখন?

একটি গ্রাম্য প্রবাদ আছে-

”দেখতে সুন্দর নাকি খাইতে সুন্দর?”

- দেখতেই সুন্দর।

তাই তাদের কে দেখাতে দিন আমরা দেখি আর আপনি খেয়ে নিন।

(অবশ্যই নিজ বউয়ের কাছ থেকে) 

শেষ করবো একটা কথা বলে....



মেয়েরা সাজে তাদের মনের আনন্দের জন্য।

কারন দেখবেন সব বয়সের মেয়েরা কোনো অনুষ্ঠান বা কোথাও বেড়াতে গেলে সেজে থাকে।
এখন ১০ বছর বয়সী একটি মেয়ে কেন সাজে ?

তার স্বামী বা অন্য বিশেষ কেউ নেই থাকার কথাও নয়। আসলে মেয়েদের সাজার ব্যাপারটা সম্পূর্ণ একটি তাদের চরিত্রগত একটি ব্য্যাপার, এখানে অন্য কে খুশী করার ব্যাপার টা যত না গুরুতপূর্ণ তার থেকে বেশী গুরুত্বপূর্ণ তার নিজের মনের আনন্দ বা সন্তোষ ।

এখানে তারা সাজার সময় বিশেষ কাউকে উদ্দেশ্য করে সাজে এটা ভাবা ভুল।

হ্যাঁ যদি কোনো মেয়ের মনের মানুষ থাকে তবে সাজার দু একটি অংশ হয়তো তার মনের মানুষের জন্য হলেও হতে পারে।

ছেলেরা যে নিজের মাথার টাক ঢাকার জন্য পরচুলা ব্যবহার করে সেটা কেন ?

উত্তর হলো নিজের লজ্জা ঢাকার জন্য বা তার মাথায় যে চুল নেই সেটা লুকানোর জন্য।

এটা কি প্রতারনার মধ্যে পড়ে ? অবশ্যই না ।

অনেক ছেলে পাছার নীচে প্যান্ট পড়ে

কেন পড়ে?

উত্তর হলো মানসিক শান্তির জন্য

ঠিক তেমন ই সাজগোজ করা মেয়েদের মানসিক শান্তির ব্যপার।

Comments

Popular posts from this blog

অস্থি বিসর্জন কি এবং কেন

রোগ হরণী মা শীতলা

পবিত্র শালগ্রাম শিলা নিয়ে কিছু কথা