মমতা অপদার্থতার আরেক নাম

আগে আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক সম্মান করতাম, শ্রদ্ধাও করতাম যা এখন অতীত।
এখন তাকে আমি সম্মান বা শ্রদ্ধা কোনটাই আর করি না৷

কে মমতা ব্যানার্জি?

ওহ!!!

সেই স্বঘোষিত কবি সাহিত্যিক রাজনীতিবিদ সারদার অন্নে প্রতিপালিত চিত্রশিল্পী, অ্যাডলফ হিটলারের মহিলা সংস্করন মমতা ব্যানার্জি!
নাহ,আমার পক্ষে জীবদ্দশায় ব্যাক্তি হিসেবে আর তাকে সম্মান বা সমর্থন বা শ্রদ্ধা কোনোটাই করা সম্ভব নয়৷

কেন জানেন......?

১) বাংলার মানুষ গনতন্ত্র চেয়েছিল,তিনি কি দিয়েছেন জানেন?

পঞ্চায়েত ভোট: ভোটে হিংসায় নিহত ১২, বিভিন্ন এলাকায় অশান্তি, বুথ দখল!

এমন মহিলা কে সমর্থন করতে বলেন?

২) ইনি সেই কালো ধনের মক্ষীরানি,যিনি জোরপূর্বক দেশের আয়কর বিভাগ কে পর্যন্ত ধমক দেন এবং মান্যতা দেন না।

"একটা পয়সা দেবেন না আয়কর দফতর কে", পুজো কমিটিগুলো কে এমন নির্দেশও মমতা দেন৷

এমন মহিলা কে সমর্থন করতে বলেন?

৩) ইনি সেই মমতা ব্যানার্জি যিনি গরিবের মাথার ঘাম পায়ে ফেলা টাকা কে সারদার চিটফান্ডে ঢুকিয়ে সেই টাকা দিয়েই নিজের ছবি বিক্রি করেন আর জনদরদী হওয়ার নাটক করেন!

এমন মহিলা কে সমর্থন করতে বলেন?

৪) ইনি সেই মমতা ব্যানার্জি যিনি নিজে নারী হয়ে নারী সুরক্ষা দেখেন না,ধর্ষন কে বলেন সাজানো ঘটনা?

ইনিই সেই মহিলা যিনি বলেন শরীর থাকলে যেমন খারাপ হয়, সর্দি কাশি হয় তেমনি ধর্ষণও হয়৷

এমন মহিলা কে সমর্থন করতে বলেন?

৫) যিনি একটা নবজাতক শিশুর সঠিক ওজন বলেন দেড় হাজার কেজি সেই বিকৃত মস্তিষ্ক মমতা ব্যানার্জি কে সম্মান শ্রদ্ধা করতে বলবেন.…....???

৬) যিনি শুধুমাত্র একটি মাত্র জনগোষ্ঠী কে তোষামোদের জন্য তাদের কথা অনুযায়ী শিক্ষা ব্যাবস্থায় বদল আনেন সেই মমতা ব্যানার্জি কে শ্রদ্ধা করতে বলবেন??

৭) টেট কেলেঙ্কারি থেকে বিসিএস হয়ে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস করার দলের রানি মমতা ব্যানার্জি৷

এমন মহিলা কে সমর্থন করতে বলেন?

৮) রাজনৈতিক সমালোচনার জন্য একজন অধ্যাপক কে জেলে ঢুকিয়ে দেওয়া মুখ্যমন্ত্রী ইনি৷

এমন মহিলা কে সমর্থন করতে বলেন?

৯) মদের নেশায় বুঁদ করে যুবসমাজকে উচ্ছন্নে নিয়ে যায় যে মমতা ব্যানার্জি তাকে সম্মান শ্রদ্ধা করা যায়???

১০) তোলাবাজি করে গনমাধ্যমের সত্যি খবর কে বিকৃত করার হুমকি দেওয়ার কারিগর মমতা ব্যানার্জি৷

এমন মহিলা কে সমর্থন করতে বলেন?

১১) বেকারত্বের ফাঁসিতে যে যুবসমাজকে আটকে দেয় সেই উন্নয়নের কান্ডারী মমতা ব্যানার্জি কে শ্রদ্ধা সম্মান এসব করা যায়???

লগ্নিতে মরুভূমি, বেকারত্বে এগিয়ে রাজ্য

এমন মহিলা কে সমর্থন করতে বলেন?

১২) উন্নয়নের নামে চারিদিক নীল সাদা করে ফেলা মমতা ব্যানার্জি কে সম্মান কিভাবে করবো বলুন দেখি?

১৩) সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্কিত মন্তব্য করে পাকিস্তানের গনমাধ্যমের সেলিব্রিটি ফেস মমতা ব্যানার্জি৷

এমন মহিলা কে সমর্থন করতে বলেন?

১৪) তথাকথিত টালির বাড়িতে থাকা সেই গরীব সাদা শাড়ি আর চটি পরা কোটি টাকার মালিক মমতা ব্যানার্জি

এমন মহিলা কে সমর্থন করতে বলেন?

এরকম মানুষকে আমার দ্বারা সমর্থন করা সম্ভব না মাফ করবেন!!!
পাশের দেশে থেকে বা অন্য রাজ্যে থেকে অনেক কিছুই বলা যায়,কিন্তু পশ্চিমবঙ্গবাসী জানেন তিনি কি!

পুনশ্চ:হয়তো কোনো গুডি গুডি তৃণু ভাই আমার জীবন পর্যন্ত নিয়ে নিতে পারেন এই উত্তরের জন্য,তবে গনতন্ত্রের জন্য জীবন দিতে আমি প্রস্তুত।

বিদ্রঃ এই উত্তর সম্পূর্ণ নিজের ধারনার লেখা,ব্যাক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে ছোটো দেখানোর কোনো উদ্দেশ্য নেই।

ধন্যবাদ....🙏

Comments

Popular posts from this blog

অস্থি বিসর্জন কি এবং কেন

রোগ হরণী মা শীতলা

পবিত্র শালগ্রাম শিলা নিয়ে কিছু কথা