মনাফার স্বার্থে পশু হত্যা বন্ধ হোক
রোজকার জীবনে চলার পথে আমরা এমন অনেক প্রোডাক্ট কিনি যাতে অনেক পশুপাখির চিৎকার এবং কান্না লুকিয়ে থাকে যা আমরা অনেকেই জানি না বা খেয়াল করি না৷
কথাটা বললাম করোনা ভাইরাস প্রসঙ্গে আজকের এই লেখা লিখতে গিয়ে।
আসলে মারণ ভাইরাস করোনা কে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া চীন সবসময়ই কোনো না কোনো বিতর্কে জড়িয়ে যায়। আর এবারেও তার অন্যথা হয়নি।
এবার তারা করনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করতে গিয়ে সারা বিশ্বকে এমন এক কথা বলেছে যা শোনার পর সবাই নিন্দা শুরু করেছে।
আসলে কয়েকদিন আগেই চীনের সরকার সারা বিশ্বের চিকিৎসকদের কাছে করোনা ভাইরাস প্রতিরোধে এমন এক ওষুধের ব্যবহার করতে বলেছে যা কিনা বন্য জন্তুর অঙ্গ থেকে তৈরি হয়৷
তারা বলেছে এই ওষুধ তৈরিতে Bear bile এর ব্যবহার করতে৷
তারা এটাও বলেছে যে এটা ব্যবহার করে তারা অনেক সফল হয়েছে।
এখন প্রশ্ন হলো এই Bear bile আসলে কি জিনিস....??
উত্তরটা হলো, ভাল্লুকের লিভার বা যকৃৎ এ যে পিত্ত তৈরি হয় সেটাই হলো Bear bile
এছাড়াও এই ওষুধ তৈরিতে লাগবে ছাগলের সিং এবং তিন প্রকারের দুর্লভ গাছের পাতা৷
চীনের এই পরামর্শের পর জীবজন্তু এবং পশু পাখিদের নিয়ে কাজ করা নানান সংগঠন বিরোধ করা শুরু করেছে।
তারা জানিয়েছে চীনের এই পরামর্শ ভীষণ হতাশাজনক এবং দুঃখজনক।
ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল যখন এই তথ্য প্রকাশ করে তখন ওয়াইল্ডলাইফ নিয়ে কাজ করা মানুষজন হতভম্ব হয়ে যান।
তারা জানান এবার তাহলে তোমরা ভাল্লুক মারবে?
আমরা তো ভেবে রেখেছিলাম চীনের সেই সমস্ত মার্কেট বন্ধ করে দেবো যেখানে সাপ, বিছে, কুমির, কুকুর বাদুরের মাংস বিক্রি হয়৷
এক্ষেত্রে বলে রাখা ভালো চিনে বরাবরই এমন অনেক ওষুধ তৈরি হয় যা বন্য জীবজন্তুর অঙ্গ থেকে তৈরি হয়।
এছাড়াও ভারতের যে পরিমাণ ওষুধ বাইরে থেকে আসে তার ৭০ থেকে ৭৫% চীন থেকেই আসে।
চিরাচরিত চিনা ওষুধের মধ্যে বেশিরভাগেই গাধার চামড়া ব্যবহার করা হয় যার জন্য আজ সেখানে গাধার অস্তিত্ব সংকটে পড়েছে।
এখানে বলে রাখা দরকার যে গাধার চামড়া থেকে জিলেটিন তৈরি করা হয় যে জিলেটিন চীনে ইজিয়াও নামে পরিচিত।
চীনে যার ব্যবহার সর্দি এবং অনিদ্রা রোগে ব্যবহার করা হয়।
আজ এই জিলেটিন বা ইজিয়াও তৈরি করতে গিয়ে পঞ্চাশ লক্ষ গাধার চামড়ার দরকার হবে যার জন্য সমস্ত চিনা ওষুধ প্রস্তুতকারী সংস্থার পৃথিবীতে থাকা মোট গাধার মধ্যে প্রায় অর্ধেক গাধার প্রয়োজন হবে।
আর করোনা নিয়ে বলতে গেলে বলতে হয় এটা দিন দিন বাড়ছে ইতালি স্পেন ইরান ভারত সবাই করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হিমশিম অবস্থা৷
আর আগে যেমনটা বললাম যে চীন জানিয়েছে এটা ব্যবহার করে তারা অনেক সফল হয়েছে।
তারা এক্ষেত্রে বিশেষ যে ওষুধ এর নাম উল্লেখ করেছে তা হলো "Tan Re Qing"
এই "Tan Re Qing" চিনের ট্রাডিশনাল ওষুধ গুলোর মধ্যে প্রধান একটা ওষুধ যা তৈরি হয় ভাল্লুকের পিত্ত বা Bear bile দিয়ে৷
আমাদের মানুষের শরীরে লিভারের নিচে থাকে গলব্লাডার যা মানবদেহের একটা Internal structure
ফুসফুসের নিচে থাকে লিভার এবং তার সাথে থাকে গলব্লাডার৷ তারপর নিচে থাকে Large and small intestine
তাই লিভার মানুষ কিংবা জীবজন্তু যে কারো শরীরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Bile তৈরি করে, যে Bile জমা হয় গলব্লাডারে গিয়ে৷
এরপর সেই Bile গিয়ে পৌছায় Intestine এ
এখন পশু হোক কিংবা মানুষ কেউ যদি কখনো কোন ফ্যাট জাতীয় খাবার খেয়ে ফেলে তখন
আমাদের বা পশুর যে শরীর ই হোক না কেন সেই ফ্যাট কে ভাঙতে হয় এবং তার জন্য Nutrients কে সবার আগে বের করতে হয়৷
Bile এ থাকে Bile acid.
which are critical for digestion and absorption.
আর মানব শরীর যেভাবে Bile তৈরি করে ভাল্লুকের শরীর ও সেই একই ভাবে Bile তৈরি করে।
সিস্টেম অনেকটা একই রকম।
ভাল্লুকের শরীরেও ফুসফুসের নিচে থাকে লিভার এবং তার সাথে থাকে গলব্লাডার৷
তারপর নিচে থাকে Large and small intestine
এই intestine টাই যা একটু আলাদা আমাদের মানুষের থেকে যদিও কাজ একই৷
এখানে বলে রাখা দরকার আমাদের মতই ভাল্লুক যখন কোন ফ্যাট খাবার খেয়ে ফেলে তখন সেই Nutrients কে ভাঙার জন্য Bear bile কাজে লাগে৷
চীনারা মনে করেন ভাল্লুকের পিত্তে বিশেষ অনেক রকমের জিনিস থাকে।
আর করোনার ওষুধ তৈরি করতে গিয়ে চীনা বিজ্ঞানী তথা ডাক্তাররা জানিয়েছেন তারা Bear bile থেকে একটা নতুন ধরণের জিনিস পেয়েছেন যার নাম " ইউরোসোডিওল"
তাদের মত অনুযায়ী করোনার ওষুধ তৈরিতে এই ইউরোসোডিওল খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান৷
আসলে Animal testing and experimentation industry আজ পৃথিবীর অনেক দেশেই রয়েছে।
আর এগুলো সবই গোপন, বিকৃত এবং মুনাফাখোর৷
আগে আমাদের দেশের সমস্ত স্কুলে Dissection এর জন্য প্রায় ১ কোটি ব্যাঙ কেনা হতো যার ওপর এখন সরকার নিষেধাজ্ঞা জারি করেছে যদিও তার জন্য আমাদের দেশের ছেলেমেয়েদের পড়াশোনায় খুব একটা ক্ষতি হয়নি।
এছাড়াও কতটা টুথপেস্ট খেলে একটা পশু মরতে পারে এটা দেখার জন্য চীনের Orecare toothpaste company কয়েকবছর আগে কিছু পশু কে টুথপেস্ট খেতে বাধ্য করে যার পর অনেক পশু মারা যায়৷
এবার ভেবে বলুন পশুদের ব্যবহার করে ওষুধ তৈরি করা কি যুক্তিযুক্ত ??
সত্যি বলতে পড়াশোনা এবং কাজের সূত্রে কিংবা ছুটি কাটাতে বিশ্বের অনেক দেশেই গিয়েছি।
কিন্তু চীনের মতো এতো বিতর্কে জড়িয়ে থাকতে কোনো দেশ কেই আমি আজ অব্দি দেখিনি ৷
ভাল লেখা, তবে তথ্যের লিংক থাকা প্রয়োজন।
ReplyDelete