এসো জ্বালাই একতার আগুন
মোমবাতি জ্বালিয়ে করোনা মারা সম্ভব নয় এটা যেমন ঠিক তেমনি মোমবাতি জ্বালিয়ে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসিও দেওয়া যায় না।
তবু আমরা আবেগ প্রকাশে মোমবাতি জ্বালাই। এই যুদ্ধে আমি তোমার পাশে আছি বোঝাতে প্রদীপ জ্বালি।
আসলে এটা একটা প্রতীক, এটা সংঘবদ্ধতা, এটা মনোবল আর দেশপ্রেমের বহিঃপ্রকাশের একটা পন্থা।
দেশদ্রোহী বামপন্থী রা ওসব বুঝবে না। এসব শুনে ওদের বুক ধড়ফড় করবে আর চীন চীন করবে সেটাই স্বাভাবিক।
কারণ সমলোচকরা সবসময় ভেবে নেয় আমি সবজান্তা আর বাকি সবাই মুর্খ।
Comments
Post a Comment