প্রেম ও দেহ নিরপেক্ষতা
প্রেম দেহ নির্ভর নাকি মন নির্ভর এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন । অনেক মেয়ে আছে যারা সেক্স করতে চায় না, সেক্স জিনিসটাকে ঘেন্না করে, তারা বলে "প্রেম দেহনির্ভর নয়, প্রেমের মতো পবিত্র জিনিসকে কখনই দৈহিক নোংরামি আর উপভোগযন্ত্র হিসেবে ভাববেন না" কিন্তু তাদের এই কথা তে অবশ্যই ভুল আছে। কারণ প্রেম অবশ্যই দেহনির্ভর। একটু লজিক দিয়ে ভাবুন তো, কেন একটা ছেলে আর একটা মেয়ের মাঝে প্রেম হয় কিন্তু কেন একটা ছেলে আর আরেকটা ছেলের মাঝে প্রেম হয় না? কেন একটা মেয়ে আর আরেকটা মেয়ের মধ্যে প্রেম হয় না? হলেও সেটা পৃথিবীতে অনেক কম দেখা যায় কেন? এইজন্যেই প্রেম দেহনির্ভর। আপনি এখন আমাকে বলে বসবেন "মশাই, আপনি এতটা বিকৃত মস্তিষ্কের কেন? যৌনতা ছাড়া কি অন্য কিছুই আপনি বোঝেন না?" আমি বলবো, "আপনি অন্য কিছুর কথা বলছেন? অন্য কিছুটা কি? পদার্থবিজ্ঞান? রসায়ন? গণিত? ইকোনোমিক্স? হিস্ট্রি? এই সমাজ? নাকি দূরবর্তী গ্যালক্সী আর ইউনিভার্স?" যদি আপনি অন্য কিছুর কথায় আসেন, সেখানেও যৌনতা দেখতে পাবেন। পদার্থবিজ্ঞানের কথা বলবেন? তাহলে শুনুন পদার্থবিজ্ঞানে সবচেয়ে বড় নামকরা জনপ্রিয় বিজ্ঞানী আলবার্ট আইনস্টা...